এখন_সময় —- স্বপ্না বিশ্বাস

এখন_সময়

স্বপ্না বিশ্বাস

‘জাতস্য হি ধ্রুবো মৃত্যু’ সকলেই তা জানি
জানি এমন কোনো মৃত্যুহীন ঘর নেই..
যে ঘর থেকে একমুঠো সর্ষে ভিক্ষা পাব
তবুও কেন “মৃত্যু” এই শব্দ শুনলে শিউরে উঠি?
শিরায় উপশিরায় রক্ত হয় শীতল!
ব্যথার বিষে নীলাভ হয় হৃদয়।
জানি সে নির্দয়, ক্ষমাহীন,অসময়ে কেড়ে নেয় অসংখ্য প্রাণ
তবে কেন..
কেন এই অকারণ ঈর্ষা,লোভ,দম্ভ,শক্তির প্রদর্শন?
নারকীয় অত্যাচার, পারস্পরিক ঘৃণা মানুষে মানুষে।
একটু ভালোবাসা, করুণা,দয়া, সমবেদনা এটাই কি মনুষ্যত্বের পরিচয় নয়?
কতটা দূরে আমরা সেই মানবিকতা বোধ থেকে?
আমরা কি আরও অমানবিক হচ্ছি?
করছি একে অপরকে দোষারোপ, চূড়ান্ত স্বার্থপরতার কালিমালিপ্ত করছি…
তাই আজ প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে
বুঝিয়ে দিচ্ছে কত তুচ্ছ আমরা,
জীবন যেন পদ্মপাতায় জল..
এখনো কি সময় আছে শোধনের?

©স্বপ্না বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *