ধুলোর দেশের মেয়ে , মাটি যার ঘর — বোধিসত্ত্ব
ধুলোর দেশের মেয়ে , মাটি যার ঘর
বোধিসত্ত্ব
শ্বেতপদ্মের মতো ধবধবে নিটোল সাদা হাসিটাই যার পরিধেয় , এমন মেয়েটিকে দেখেছি শহরের ফুটপাত চষে ফুল বিক্রি করতে।
বছর কয়েক আগে পাওয়া গায়ের জামাটা হয়তো অবলীলায় ভুলেই গেছে তার নিরাভরণ পরিচয়টুকু।
খালি পায়ে ওকে মানায় ভালোই,
ও যে আমাদের কেউ নয়।
একরত্তি মেয়ে জানে না
অমলকান্তি রোদের ঠিকানা।
ধুলোয় গড়িয়ে পড়া জাতীয় পতাকা ওর নিজের দেশের বলেই মাটি ওর ভীষণ কাছের ঘর।
শারদীয় সরলতায় ভরা মেয়েটিকে জানি না আজ কেন আবারও খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে।
এই আন্তর্জাতিক মনখারাপের সময় তুই কেমন আছিস জানি না।
শুনেছি কত লাশ নদীবাহিত হয়ে কোথাও কোথাও বেনামী ঘাটগুলোতে আটকে পড়ছে।
জানি না এরমধ্যে কোনোটা তোর কি না।
কত দিবসই তো সাড়ম্বরে পালিত হয়, আন্তর্জাতিক আগুন দিবসটা ছাড়পত্র পেলে ভালোর সব মুখোস পুড়িয়ে দিয়ে আমি ঠিক তোকে আগুনের পাশে বসিয়ে রাখতাম।