*বৈপরীত্য* *মধুমিতা ধর*
*বৈপরীত্য*
*মধুমিতা ধর*
তুমি যখন হও দখিণমুখো
আমি তখন উত্তরে যাই চলে
তুমি যখন আঁধার ভালবাসো
আমার ঘরে জোনাক আলো জ্বালে।
তুমি যখন ঝড়ের মাতন হও
উপড়িয়ে দাও মাটির থেকে জড়
আমি তখন বনের পেলব লতা
উতল হাওয়ায় কাঁপছি থর থর।
তুমি যদি ফাগুন নিয়ে আসো
রক্ত রাঙা পলাশ ফুলের মত
আমি তখন শ্রাবণ হয়ে এসে
মুসলধারায় ঝরছি অবিরত।
যখন তুমি আকাশ ছোঁয়ার ছলে
মেঘ ভরে নাও তোমার দু’টি ডানায়
আমি তখন খড়কুটোর ঐ নীড়ে
স্বপ্ন গোছাই মনের কোণায় কোণায়।
তুমি যদি পাহাড় আঁকো চোখে
দু’হাত ভরে রোদ মেখে নাও গায়ে
আমি তখন নদীর গল্প শুনি
নিঝুম কোন অমলতাসের ছায়ে।
আমার সকাল তোমার বিকেল গুলো
কেমন করে মিলেছে একসাথে
তোমার আমার স্বপ্ন গুলো এসে
একই সাথে জড়িয়ে থাকে রাতে।
যখন তুমি ফিরিয়ে রাখো মুখ
তখনও আমি তোমারই নাম ডাকি
আমি আমার, তুমি তোমার মত
তবু চলার পথে একসাথে পা রাখি।।