অন্তরে যাওয়া হল না… ——-✍(অভিনন্দন মাইতি)

অন্তরে যাওয়া হল না…
——-✍(অভিনন্দন মাইতি)
তবু অন্তরে যাওয়া হল না।
দেখেছি যোনি ফেনা;জল জোছোনা;
চান করেছি,পান করেছি।
তবু অন্তরে যাওয়া হল না।
তোমার বোজা চোখ।
একান্ন পীঠ পেরিয়ে
সদর দরোজা সরিয়ে
মূল গর্ভগৃহে প্রবেশ আমার।
যুদ্ধ হল হুলুস্থুল,রক্ত যুদ্ধ ,
কেঁপে কেঁপে উঠল আঁধার খাইবার টানেল!
অন্দরে গিয়েও
অন্তরে যাওয়া হল না।
ধূলোয় পড়ে রইল অন্তর…