আসছে বর্ষায় তোমার শহরে যাবো কলমে : সুব্রত মিত্র

আসছে বর্ষায় তোমার শহরে যাবো
কলমে : সুব্রত মিত্র
28/01/2021

*********

আর কিছুদিন অপেক্ষা করো,
আসছে বর্ষায় তোমার শহরে যাবো।
ফোঁটা ফোঁটা বৃষ্টি তোমার মাথায় পড়ে
যখন জলধারা হয়ে চিবুক বেয়ে তোমার বক্ষ স্পর্শ করতে চাইবে,
তখন আমার রুক্ষ-তৃষ্ণার্ত, সাহসী ঠোঁট দুটোকে এগিয়ে দেবো সেই জলধারা রোধ করতে।
শরীরের সমস্ত শিরা-উপশিরায় বৈদ্যুতিন শিহরণ জাগিয়ে পান করবো সেই জলধারার শেষ বিন্দুটি পর্যন্ত।
আর কিছুদিন অপেক্ষা করো,
আসছে বর্ষায় তোমার শহরে যাবো।
তুমিও নিজেকে সঁপে দেবে আমার কঠিন বাহুবন্ধন আর উত্তপ্ত শ্বাস-প্রশ্বাসের নাগপাশে।
আমরা হারিয়ে যাবো অজানা অচেনা সদ্য প্লাবিত ইঁট-পাথরের ভ্যাপসা কোন গন্ধে।
ক্ষণিকের জন্য ভুলে যাব কার বাস জনারণ্যে, কে বা বন্য!
তখন শুধু তুমি, আর তুমি, আর তুমি অনন্য।
স্থান-কাল-পাত্র ভুলে তোমার কংক্রিটের শহর থেকে ছিনিয়ে নেব প্রতিটি অনুভূতিময় মুহূর্ত।
আর কিছুদিন অপেক্ষা করো,
আসছে বর্ষায় তোমার শহরে যাবো।

*সমাপ্ত*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *