মজলিস কলমে: ঊর্মি পান্ডা
শিরোনাম: মজলিস
কলমে: ঊর্মি পান্ডা
05/05/2021
এতো আলোয় চোখ জ্বলে যায়, কেমন যেন লজ্জা লাগে,
সেতারটাও সুর বোঝেনা, বাজতে থাকে অন্য রাগে,
মখমলী মেজাজটাকে,
কি করে যে বোঝাই তাকে,
চাঁদটার ও ঘুম চোখে নেই, শুধু শুধু রাত্রি জাগে।
বেলোয়ারী পর্দা দিয়ে আড়াল করো এতো আলো,
জেগে থাকা চাঁদটা না হয়, ঝাড়বাতি আজকে হলো,
ফিনফিনে শীতল হাওয়া,
অকারণ ধরতে চাওয়া,
বেহাগেই মনটা খুশী,আশাবরী নাইবা হলো।
দু’পায়ের ক্লান্ত ঘুঙুর, ঝিমুনিতে ক্লান্ত যখন,
চাঁদটার ও চোখের পাতা, আধো-আধো বন্ধ কখন,
জোনাকীটা অল্প জ্বলে ,
রাত জেগে গল্প বলে,
জাফরানী মন টা না হয়, হারালোই হঠাৎ তখন।