চেতনা মীনা দে
চেতনা
মীনা দে
আমার সমস্ত চেতনা বিলুপ্ত হয় সাগরের তটভূমিতে আর পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালে।
সাগর যেন তার বিশাল দুটো হাত প্রসারিত করে আমায় তার বুকে টানতে চায়।
আর পাহাড় তার মায়াময় চাহনি দিয়ে যেন আমার সর্বাঙ্গ জরিপ করে নেয়।
দুজনের অমোঘ আকর্ষণ আমার মনে নেশা ধরায়।
সাগরের কাছে গেলে পাহাড় কেমন করে যেন টের পেয়ে যায়,
আমার মন তার আকর্ষণ অনুভব করে।
আবার পাহাড়ের কাছে গেলে মনে হয় সমুদ্র দুঃখ পাচ্ছে আরথ আছড়ে পড়ছে তীরে।
বালুকাবেলায় আমি স্থির স্থাণুবৎ অচল অনড়
এই দোটানাই আমার জীবনের গল্প।