মনুষ্যত্বের মাঝে #কলমে অসীম মজুমদার
#বিভাগ_কবিতা
#শিরোনাম মনুষ্যত্বের মাঝে
#কলমে অসীম মজুমদার
গুমোট গরমে হাঁসফাঁস করে প্রাণ
থেমেও গেছে পাতাদের আনন্দ গান,
শঙ্কিত প্রাণীকুল আগেই গেছে বুঝে
বাঁচার আশ্রয় তাই নিয়েছে খুঁজে।
কুঞ্চিত জটাময়, অতি ভয়াল সৃষ্টি
ক্রূর কালো ভুরুর মাঝে সুতীক্ষ্ণ দৃষ্টি,
প্রলয় সমীপে আঁধার জমছে ক্রমে,
রুদ্রতেজ দর্শনে, কোলাহল গেছে থেমে।
স্তব্ধতা ভেঙে শনশন ঝোড়ো হাওয়া
উড়িয়ে নেবেই সকল চাওয়া পাওয়া,
দিগন্তে ধুলো বালির আঁধার পাহাড়,
পরাক্রান্ত সেনানি করবেই ছারখার।
ফুটপাতে যারা বেঁধেছিল অস্থায়ী সংসার
ছেঁড়া প্লাস্টিক আর চুরির হোডিং সার,
তারা গোছাচ্ছে বাসন,কাপড় আছে যত;
ঝড়ে উড়ে গেলে বাড়াবে পেটের ক্ষত।
কোথায় লুকাবে কোথায় জুটবে আশ্রয়
কোলের শিশুটা পেয়েছে দারুন ভয়,
আমরাই দেবো অসহায়দের আশ্রয় সত্ত্বর,
হতে দেবো না তাদের বারংবার দেশান্তর।
প্রলয় ঝড়ের পরেই সুখ-বৃষ্টি আসবে ধেয়ে
মলিনতা যত অপাংক্তেয়, সকল দেবে ধুয়ে;
প্রলয় বোঝায় মানুষের পাশে মানুষ সর্বদা আছে,
কালবৈশাখী, রুদ্রতেজে এসো, মনুষ্যত্বের মাঝে।