#হাতিয়ার #দেবীকা সেনগুপ্ত
#হাতিয়ার
#দেবীকা সেনগুপ্ত
কতো স্বপ্ন, স্বপ্নই থেকে যায়,
ইতিহাস গুমরে মরে, হতাশায়।
চাকচিক্যের রঙিন দুনিয়ায়,
প্রকৃতি তার,প্রকৃত রুপ হারায়।
ইতিহাস আলো ফেলে,
বর্তমানকে পথ দেখায়,
ভবিষ্যতের ঠিকানায় ।।
স্বপ্ন আঁকা মনের ক্যানভাসে ,
মমির নিস্তব্ধতায়, সৌধের আকারে,
নিঃশব্দে , ইতিহাস শুধু হাসে ।।
সেই সৌধে, গড়ে ইমারত,
যুদ্ধের পৃষ্ঠায় , দিয়ে হামাগুড়ি,
ক্ষুদ্র-ক্ষুদ্র, হরফের সৈন্য,
কৃষ্ণ বর্ন, পরনে বর্ম ,
স্বর্ণাক্ষরে খচিত সে রত্ন,
অতি সযতনে,করে যত্ন,
চেতনায় আঁকে, চৈতন্যের মালা,
অতি প্রিয় সে, তোমার-আমার ,
প্রানের খেলা, ” বইমেলা ” ।।
শুদ্ধ মনের মুক্ত ভান্ডার,
তোমার আমার, প্রানের আহার,
অতি প্রিয় সে, ” বইয়ের সম্ভার “।।