*আনন্দ গান* *মধুমিতা ধর*
*আনন্দ গান*
*মধুমিতা ধর*
পৃথিবীর রাজপথ দিয়ে
ঐ বুঝি কেউ হেঁটে আসে
বিবর্ণ ধূলার উত্তরীয়
ঐ ঝুঝি উড়ায়ে বাতাসে।
ভোরের আজান বাজে,
দূরে ঐ বেজে ওঠে শাঁখ
আলোর বরণডালা হাতে
ভেসে আসে দিনান্তের ডাক।
নিভন্ত উনুনের মত-
বিষন্নতা ঘিরে সারাদিন
তারুণ্য ফিরুক তবে
দিবাকর হোক জরা হীণ।
এবার নিপুণ হাতে –
সেরে নিতে হবে কারুকাজ
গাছে, ডালে, ফুলে ফলে
প্রলেপের সাজ।
বসন্ত বাতাসে তার
আগমনী গান ভেসে আসে
কবিকে স্বাগত জানায়
মালা গাঁথে তারারা আকাশে।
কবির অমৃত কুম্ভ –
পূর্ণ আজ কানায় কানায়
পৃথিবীর পথ ধরে
কবি আজও কবিতা লিখে যায়।
ঘাসফুল, নদী তীর
কৃতাজ্ঞলী পুটে দন্ডায়মান
কে তুমি অলক্ষ্যে থেকে
গেয়ে যাও আনন্দ গান।।