# পলাতক # *** উদ্দীপক গঙ্গোপাধ্যায়

# পলাতক #

*** উদ্দীপক গঙ্গোপাধ্যায়

হয়ত আমি ছিলাম, তুমি চিনতে পারনি,
হয়ত তুমি ছিলে, আমি বুঝতে পারিনি।
যখন হারিয়ে গেলাম, আমি অথবা তুমি-
শীত রাতের চাদর মুড়ি অন্ধকারে একা
গুমরে ওঠা শব্দের বৃষ্টি অবিরাম।

একদিন নিভৃতে তোমার গালের টোলে
ছবি এঁকেছিলেন, চিবুকে ফাগুনের সুর,
পলাশ রঙে সোনাঝুরি লাবন্যময়ী,
তোমার যাদু কন্ঠে শেষের কবিতা –
আজ প্রবাসী তুমি, আমি নষ্ট প্রেমিক।

শেষ দেখা লালমাটি বসন্তের অরণ্যে
তারপর ডুবে যাওয়া স্মৃতির মহামিছিল,
এখন লড়াই চলে খাদ্য খাদক দিনযাপনে
এখন লড়াই চলে প্রকাশহীন গোপন অনুভবে
তবুও তুমি ও আমি উদাসীন চির পলাতক।।

*** উদ্দীপক গঙ্গোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *