অনন্তকাল শিখা গুহ রায়
অনন্তকাল
শিখা গুহ রায়
কতবার বলেছি
ডেকো না আমায় পিছুপিছু
একটু শান্তিতে ঘুমাতে চাই
চাই দু-চোখ বন্ধ করে
একটা শান্তির ঘুম।
তুমি শোনোনি সেই কথা
ছুঁটে আসলে স্বপ্নীল ডানায়
স্মৃতির ভেলা ভাসিয়ে
জাগিয়ে তুললে অতৃপ্ত আশা
কষ্ট হয়, বড্ড কষ্ট হয়।
তোমার চোখে ঘুম নেই
এমন নিরব রাত,
একা চাঁদ,ছাইরঙা বিছানায়।
বেশ তো কেটে যাচ্ছিল
বাদামীরঙা গল্প
ভোরের রঙ পাল্টে
ভুলে যেতাম বিগত দিনের অংক
আবার ছুঁটতে হবে
সূর্যের তীব্রতা পিঠে নিয়ে।
কেন ঘুম ভাঙালে সূর্য?
আঁধার বসত ভেঙে?
বেশ তো ছিলাম
উত্তপ্ত বালুর বাসর ঘরে।
নীলস্বপ্ন কুঁড়াতে ভালোই লাগে
ও তুমি বুঝনি আর বুঝবেও না
শুধু বলে দিও সব।
হয়তো এখনও বেঁচে আছি
মরানদী বুকে পুষে
প্রতিটি বাঁকে বাঁকে
অদৃশ্য ভাঙনের স্মৃতি আঁকড়ে ধরে।
সেই কবে থেকেই
সূর্যের গন্ধ মেখে
চলেছি যুগের পর যুগ
একটু শান্তির খোঁজে।
বহুবার এসেছি বকুল তলে
শিশিরে গা ভিজিয়ে
রোদের তীব্রতা পিঠে নিয়ে
কোথাও এতটুকু শান্তি মিলেনি
তবুও আজ প্রতিটি বাঁকের
সাথেই মিশে আছি অনন্তকাল ধরে।