“দেখতো চিনতে পারো কিনা” কলমে–নীরা মিত্র

“দেখতো চিনতে পারো কিনা”
কলমে–নীরা মিত্র
মন কথারা কথা কয়
নিভৃত মনের নীরব ছায়ায়,
কখনো থাকে প্রতীক্ষায়
যদি সে ডাক দেয়…
না না সময় কোথায়…
ব্যস্ততায় ভরা জীবন, একদিন
সময় ছিল অনন্ত, নানা কথায় ভরে উঠতো দিনের অনেকটা সময় , অপেক্ষা তখনো ছিল
কিন্তু সে অপেক্ষায় ছিল প্রত্যয়, ছিল আনন্দ…
আজ অপেক্ষার প্রাপ্তি শূন্য,
হয়তো থাকতো না আর কোন অপেক্ষা যদি না ঐ সবুজ আলোটা জানান দিতো, আছি….
যাক সে সব কথা… কতো কিছুই তো হারায় কালের গহ্বরে….
মনে কি রাখে কেউ… নতুনের আগমনে পুরাতন কে মনে রাখে আর কজন???
কিন্তু মন বড় স্পর্শ কাতর… কবে কোথায় কার সাথে দেখা, দু চারটে কথা মনে র কোনে সযত্নে লালিত সে মুহূর্ত…
মাঝে মাঝে স্মৃতির পাতা ওল্টাতে গিয়ে মনে পড়ে সে সব দিনের কথা নিজের অজান্তেই কেমন যেন পাথর চেপে বসে…
নাঃ স্মৃতি মেদুর হয়ে লাভ কি?
স্মৃতি কিন্তু সব সময় মনে করায়
ফেলে আসা দিনের নানান কথা…
বেশ তো থাক না জীবনের সেই উজ্জ্বল মুহূর্ত রা… মাঝে মাঝেপাতা উল্টে দেখবো….
মনে মনে বলবো
দেখো তো চিনতে পারো কিনা…
(কলমে–নীরা মিত্র)