//পত্রপাঠ // চন্দনা রায় চক্রবর্তী।
//পত্রপাঠ //
চন্দনা রায় চক্রবর্তী।
প্রিয় মৃত্যু,
আমি যে তোমার সন্মোহনী ভাঁজের মধ্যে প্রবেশ করছি ক্রমশ। তোমার অশ্বমেধ ঘোড়াকে ফেরাবো,
আমার এমন ভার্জিনিটি কই ? তবে কি আজ
আমি ইচ্ছামতী হবো ?
কাঙালিকে জিজ্ঞেস করে জানবো বিশল্যকরণীর সন্ধান ? অথবা কাজলা দিদিকে ?
চাঁদে মৈথুনের রাতে মৃত্যু সিরিজের নৌকা গুলো
একসময় খুব দামী ছিল কিন্তু। ফি-বছর গ্রামোফোনের পিনে হন্যে হয়ে খুঁজেছি তাকে।
দৃশ্যপটে ঝাপসা পাপ জমেছিল একসময়।
পোয়াতি নারীর এলো চুলের মতো, অলক্ষীর শর্ত নেমেছে অভিমানে। আমার চেতনা ক্রমশ অভিব্যক্তি শূন্য হয়ে আসছে।
গতজন্মের অন্ধকার জ্বর লিখে দিলো দু’চোখে।
শীতের সিঁড়িতে আমি আরও অসমান।
অ্যালজোলামের গোটা কতক স্ট্রিপ আঙুলের
ফাঁকে গড়িয়ে গেল।
একটা প্রসন্ন ভোর এখনও তো রয়েছে আমার অপেক্ষায়।।