সংলাপ — তুলি মুখার্জি চক্রবর্তী
#অণুকবিতা
#বিষয়_রাঙিয়ে দেবো তোমায়
#কবিতা_সংলাপ
তুলি মুখার্জি চক্রবর্তী
২৪/০৩/২১
::লিখে রাখছি মনের কথা, যদি ভুলে যাও আমায়
::ভুল রঙেই খেলবো দোল, ‘রাঙিয়ে দেবো তোমায়’
::চুপিচুপি এসো, খুলে দেখো খাতা, পা রেখো দহলিজে
::বসন্ত শেষে আসছে ঝড়, একসাথে যাবো ভিজে
::অভিমান উড়ে, ভিজে যাবে চোখ, থামলে পরেই ঝড়
::বসে আছি আজও, সেই আশা নিয়ে, বাঁধিনি তো তাই ঘর
::আঙুল বেয়ে আসা অক্ষরে, লিখে যাব সংলাপ
::দিন আর রাতের মিলনের সুর, আমাদের সাথে থাক
::ঘর না বেঁধেই, দূর থেকে যদি এভাবেই ছুঁয়ে থাকি!!
::আমার মনের সবটুকু রঙ, তবে তোমার কাছেই রাখি
::যত্ন করেই রাখবো সে রঙ, পদ্মপাতায় মুড়ে
::সাজাবো তোমায় নানান রঙে, মরশুমি ফুল জুড়ে
::আঁচলে বেঁধে মনদীঘিতে, নিমেষেই দেব ডুব
::কান পেতে আমি শুনবো বুকের, একটানা লাবডুব
::তারপর!! যদি থেমে যায় সব?? যাবে কি ভুলে আমায়!!
::আমি শুধু জানি এই বসন্তে, ‘রাঙিয়ে দেবো তোমায়’