জুঁই গাছে ফুটুক সাদা ভাত— #শ্বেতা_ব্যানার্জী
কবিতা — #জুঁই গাছে ফুটুক সাদা ভাত
লেখিকা —- #শ্বেতা_ব্যানার্জী
আজ কলম রেখে দিলাম —-
যে কলমে ঝরেনা’ আগুন..
কালবৈশাখীর ঝড় হয়ে আনেনা তছনছ করা
শব্দধূলো…
সে কলম কী সুখী করতে পারে আগামী প্রজন্ম গুলো —
বুকে ঢেকে রাখি দুর্দিনের ছবি,
যাতে দেখতে না পাও গভীর ক্ষত—–
বড় যত্নের অনাদর দিয়ে তাদের গায়ে লেপে যাই–
পোড়া মাটির গন্ধ অবিরত…।
বড় কষ্ট, সমান্তরাল ভাগে….।
ভাগ্যের ছোঁয়ায় যদি কোনদিন উঠে যাই বাতাসে
মানুষের ত্রাণ চেয়ে —-
দমকা দাপটে অস্থির হবে কষ্ট, ওদের পারানির’ কড়ি—
না পেয়ে —
জন্মাবধি কেউ কপালে জ্বালায় না আগুন
আগুন আসে সমাজের দাবানলে —
দাবির গলা টিপে দাবিয়ে রাখতে ওরা জানে
ছলে,বলে, ও কৌশলে —
আজ কলম রেখে দিলাম —-
ডেকো না ওকে—-
আহত শব্দের ঘরে আজ জমাট রক্তপাতে
যদি একটু বাতাস ঢোকে…।
ডেকো না ওদেরও–
যারা কষ্টে আছে —
……শীর্ণ চেহারায় শুধু পতাকা আগলে রেখে।
ওদেরকেও ডানা মেলতে দাও—
যারা জুঁইগাছে ভাত ফোটাতে পারে…
খুঁটে খেতে উড়ে যেতে কার ভালো লাগে..
যদি জুঁই গাছে সাদাভাত ফোটে…।
আমি কলম সেদিনই তুলে নেবো
যেদিন ঘেঁটুফুলেও আসবে চন্দন সুবাস–
আমি আনবো কিনে সুপ্রভাত
বেচে আমার দীর্ঘশ্বাস ——