উপশম —- ©ঋক ভাস্কর
উপশম
©ঋক ভাস্কর
তুই কখনো ডাকিস আমায় ভীষণ জোরে?
কোন নদীতে ঢেউ ভেঙে যায় নীল পাথরে!
মেঘ কতটা শক্তি পেলে আগুন ছড়ায়?
রাত কতটা স্তব্ধ হলে থমকে দাঁড়ায়…
চাঁদ কতবার মারলো উঁকি তারার দেশে?
কোন ঠিকানায় মেঘ পাড়ি দেয় ছদ্মবেশে!
নন্দিনী তুই আমার হবি লাল পলাশে?
যেভাবে রাত শেষ হয়ে রোজ সূর্য আসে…
মন কতটা ভিনদেশী হয় উদাস হলে?
কোন আকাশের বৃষ্টিরা সব ভেজায় দোলে!
তুই কী আজও আমার মতোই ভবঘুরে?
স্বপ্ন দেখিস শহর থেকে অনেক দূরের…
ধ্যাৎতেরিকা তুইনা ভীষণ খামখেয়ালি…
আজও শোনাস তোর প্রিয় সেই নাদের আলি?
বল কতটা আদর পেলে বদলে যাবি?
কোন বুকেতে রাখলে মাথা শান্তি পাবি…
জল যেভাবে শ্রাবণকে রোজ ভালোবাসে…
ঠিক কতটা প্রেমিক হলে থাকবি পাশে?
____