#কবিতা_মা #কলমে_তুলি চক্রবর্তী
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2021/01/d34f514249ab148757d18090e95680e4-1024x1445.jpg)
#কবিতা_মা
#কলমে_তুলি চক্রবর্তী
#তারিখ ১৮/০৩/২০২১
পৃথিবীর আলো দেখালে তুমি
করলে জীবন দান,
পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আসন, ‘মা’
তুমি চির অম্লান।।
তোমার স্নেহের আঁচল তলে
মানুষ হয় সন্তান,
তোমার মায়া মমতা অপার,’মা’
তুমি চির অম্লান।।
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত
সন্তান স্নেহে অবিরাম,
দীন দুখিনী যেই হও, ‘মা’
স্নেহ তোমার অম্লান।।
জাগতিক যত কষ্ট দুঃখ
হেলায় করো পান,
তুমি তো জগজ্জননী ‘মা’
স্নেহ তোমার অম্লান।।
কাজ ফুরালে ঘর হয় পর
জোটেনা একফালি স্থান
চোখের জল আঁচলে লুকাও ‘মা’
মহিমায় তুমি অম্লান।।
নিজ হাতে গড়া সুখের ঘর
নিমেষে হয় বিরান,
বাণপ্রস্থে চলে যাও চলে ‘মা’
তোমার মহিমা অম্লান।।