বসন্তের ডাক — মীনা দে
বসন্তের ডাক
মীনা দে
বসন্ত আজ ডাক দিয়েছে,
একটু যদি অন্য হতাম,
নতুন কিছু ভাবনা নিয়ে
বসন্তেরই সঙ্গে যেতাম।
একটা বিকেল এলোমেলো
নাহয় কিছু রং ফেরালো
অন্য রকম ভাবনাগুলো
এক এক করে সামনে এলো।
তোমরা নাহয় দিও পাড়ি
একটা দিনই অন্যরকম
দুঃখ গুলো সারিয়ে তুলি
বুঝে নিয়ে রকমসকম।
অশোক শিমুল ঠিক বুঝেছে
কৃষ্ণচূড়ার মনের কথা,
বসন্তের আকাশে আজ
থাকবেনা কোনো ব্যথা ।
একটু বসা একটু কথা
সবুজ রং এর কার্পেটে
রোজ রোজ কার বা বলো
এমনভাবে দিন কাটে!
মুহূর্ত সব জন্ম দেবে
একদিন নয় অনন্তকাল
বসন্তের একটা বিকেল
নয় নয় সাত সকাল।