ভ্যালেন্টাইন্স ডে / বানী চন্দ দেব
ভ্যালেন্টাইন্স ডে / বানী চন্দ দেব
————————————————-
( ধারাবাহিক রচনা)
( ৩য় পর্ব )
—————————————-
কেউ কেউ মনে করেন প্রাচীন রোমে সেইন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিষ্টান ধর্মযাজক ছিলেন। তিনি আবার চিকিৎসকও ছিলেন। মানুষ তাকে ধর্মপ্রচারক বা চিকিৎসক হিসেবেই শুধু জানত না। তার সহৃদয় ব্যবহার সেইসময়কার জনসাধারণের কাছে তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। তিনি এতটাই সদয় ছিলেন যে রোগীদের যাতে তেতো ওষুধ কষ্ট করে খেতে না হয় সেই জন্য ওষুধে ওয়াইন, মধু বা দুধ মিশিয়ে তাকে স্বাদু করে তুলতেন।
রোমে তখন খ্রিস্টান ধর্মাবলম্বীদের শাস্তি দেওয়া হতো। একদিন রোমের কারা প্রধানের মেয়ের চিকিৎসা শুরু করেন তিনিই। অত্যন্ত মনোনিবেশ করে সাধ্যমতো চিকিৎসা করতে থাকেন মেয়েটির চোখ দুটি ভালো করে দেবার জন্য। তাঁর চিকিৎসায় মেয়েটির চোখ দুটি একটু একটু করে ভালো হয়ে উঠতে থাকে। হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে সেইন্ট কে ধরে নিয়ে যায়। রোম সম্রাট ক্লডিয়াস তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করেন। ভ্যালেন্টাইন একটি চিরকুটে লিখে রাখেন – ( From your Valentine)
তার মৃত্যুর পরে কারা প্রধান চিরকুটটি মেয়েটিকে দেন। মেয়েটি চিরকুটটিতে হলুদ ক্রৌকস ফুলের অপরূপ লাবণ্যময় রং দেখতে পায়। তার ভালোবাসা তো তার দুচোখে আলো দিয়ে গেছে।
এসব যখন ঘটেছিল সময়টা ছিলো ২৬৯ বা ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারী।
৪৯৬ খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়ুস ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে শুরু হয় বিশ্বব্যাপী ভালোবাসাবাসির এই দিন যাপন।
অবশ্য গল্প এখানেই শেষ নয়।
(ক্রমশ)