স্পর্শ দোষ -রাজর্ষি মজুমদার।

স্পর্শ দোষ
-রাজর্ষি মজুমদার।

এখন চলার কায়দাটা-
অনেকটাই শিখে গেছি!!

সিঁড়ির পাশের টবে রজনীগন্ধা গোলাপ টগড়কে …
প্রতিনিয়ত পোকায় কাটতে দেখি,তবে ভয় পাই না!

এখন আমি শিখে গেছি কি ভাবে,স্পর্শ না করে-
সব রোগের গোড়ায় পৌঁছানো যায় !!

জেনে গেছি পুকুর পাড়ের শিউলি গাছটার-
গোপন রহস্যটা…!!

এতদিন যেটার পাশ দিয়ে যারার সময়-
মাঝে মাঝেই টের পেতাম এলার্জিটিক সমীকরণ।।

তবে এখন জেনে গেছি,কোন পথ ধরে গেলে……..
পুকুর পাড়ে সহজেই হাজির হওয়ার যায়,
বিষক্রিয়া এড়িয়ে!!

আসলে আমরা আজ সকলেই কম-বেশি জেনে গেছি –
স্পর্শ দোষটা কি!!

তাই পাশ কাটাতে শিখেছি-
সমস্ত বিষাক্ত লালা রস…
এলার্জিটিক সমীকরণ !!

(কপিরাইট >রাজর্ষি মজুমদার)
——————————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *