#শেষ_ইচ্ছে —— Alpana Mitra
#শেষ_ইচ্ছে
Alpana Mitra
ছাড়ো তো! যত সব আজগুবি ভাবনা,
বাষ্পও জল হারায়, তা বুঝি জানো না!
তোমার না হয় ভুত ভবিষ্যৎ ঝাপসা,
ভাবতে গিয়ে কেঁদে কেঁদে হই একসা।
ভাববো না আর তোমার কথা কখোনো,
যতই তুমি পুরনো মায়ার জাল বোনো!
বিষাদের ফ্রেমে থাক অবসাদ জমা,
কুয়াশায় থাক জমা জীবনের বীমা।
না, না! আর তাকাবো না গো, পিছন ফিরে
বন্ধুরা ডাকে আমায়, মিষ্টি সুরে।
তাদের কথায় ফিরছি যে বসন্তে,
দাঁড়িয়ে তারা নগরীর শেষ প্রান্তে।
নাই বা দিলাম লাল পলাশ মাথায়,
জুঁইফুলে সাজবো বিভাজন দশায়।
কষ্ট প্রেমে আর যাবো না গো, তলিয়ে,
বন্ধু-প্রেম হাত বাড়ালো যে, এগিয়ে।
দুঃখগুলো নিয়ে গেলো দুখ-পরী।
দুইয়ে বাওয়া ভেসে যাক খেয়াতরী।
জানি না, প্রেম-কুলুঙ্গিতে কতটুকু সময় আছে বাকি,
সেটুকু সময় না হয় বন্ধু! তোমাদের সাথে থাকি!