#মনের খবর মনই জানে —– মিঠু নস্কর

Rose Village Golap Gram গোলাপ গ্রাম

#মনের খবর মনই জানে
মিঠু নস্কর

ফুল, গাছ, পতাকা আমার ব্যালকনী বাগানের কবিতা । মানুষ আপন পর ভুলে কতনা কত বেইমানী করে। কিন্তু এরা কখনও আমাকে কষ্ট দেয়না। মন খারাপ হলে এক কাপ চা কিংবা কফিহাতে ব্যালকনীতে গিয়ে বসি,, তাকিয়ে থাকি এদের দিকে।
সময়ের সাথে সাথে নিজেই নিজেকে চিনতে শিখছি। আরও বেশী বুঝতে চেষ্টা করছি আমি কি? কেন? বা আরও কতটা জীবনের সাথে সমঝোতা করে চলতে হবে!
এভাবেই দিন আসে দিন যায়। কত কথা কবিতা হয়ে জমতে থাকে বুকের গভীরে,, ক্ষত ঢাকতে কতসময় ব্যস্ত হয়ে পড়ি গাছ, ফুল, পাতার সাথে।
এই জীবনে নতুন কিছু আর পাওয়ার নেই যেমন তেমন হারানোরও কিছু নেই। তাই চলছি, চলতে চেষ্টা করছি আরও দুর্গম পথ।
নিজের সাথে কথা বলতে বরাবরই আমার খুব ভালো লাগে। এই জীবনে যতটুকু পেয়েছি তা আমাকে যথাযথ অভিজ্ঞ করে তুলেছে।
দিনের শেষে সব খাতা শূণ্যতে ভরা।চারিপাশে পরিযায়ীরা ঘুরছে নিজেদের মতো,, সময় ফুরালে সবাই চলে যাবে এটাই নিয়ম। তবে এ নিয়ে আর ভেবে ওঠা হয়না, একলা মানুষদের এতকিছু ভাবলে চলে?
অবসর সময়ে ফুলেদের সাথে আর এই মুখবইএ বন্ধুদের লেখা পড়ে সময় কাটে।প্রতিদিন নানারকম সমস্যার সাথে লড়তে লড়তে কখন যে নিজেকে চিনে নিলাম সেটাও বুঝতে পারিনি।
ফোনটাও খারাপ হয়েছে। ওই যে বললাম সময় হলে সব পরিযায়ী উড়ে যায়। নিজের জন্য তেমন কিছু বিলাসীতা বলতে ওই গাছগাছালি আর বই পত্র,, একটুআধতু ঘরসাজানোর জিনিস, ভাবছিলাম তাই ফোনটা যদি আরও কিছুদিন চলতো!
যাগ্গে একটা নতুন ঝঞ্ঝাটহীন আই ডি খুলবো, কবিতাগুলোকে সংরক্ষণ করে রাখবো, আর আমার গাছগাছালিদের সাথে অনেক সময় কাটাবো এ বড়ো ইচ্ছে আমার।
সময় মানুষকে বহুরকম শিক্ষা দিয়ে যায়। একসময় শিখতে শিখতে মনে হয় আমি কে? কেন? কোথায়? কেনই বা লড়তে থাকা।।

#মিঠু নস্কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *