মিথ্যেবাদী আমি —– দুলাল কাটারী

মিথ্যেবাদী আমি
দুলাল কাটারী
মিথ্যেবাদী আমি?
আমার মৃত্যুর পরের দিন অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ঠিক পারের দিন,
রাস্তা পেরোতে পরোতে শুনতে পেলাম কোনো এক বিদেশি রক্ত চোষা ভ্যাম্পায়ার বলছে
‘I have the Earth in my pocket’.
এবং দেখলাম এদেশি কোনো এক অর্থ পিপাসু জনপ্রতিনিধি তার টাকা পূর্ণ সংখ্যার শত গুণিতক হারে বৃদ্ধি করছে।
ওরা রাজনীতি করে।
ওদের এক কথায় উপমহাদেশ আবারও একশো টুকরো হতে পারে।
ওরা আর একটা বিশ্বযুদ্ধ সৃষ্টি করে, পৃথিবীর জ্বালানিতেই পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দিতে পারে।
কারণ ওরা রাজনীতি করে।
ওরা আবারও পৃথিবীর অর্ধেক মানুষকে ভুখা রেখে নিজ সুখ ভোগে মেতে উঠতে পারে।
এবং বিজয়ী সেনাদেরকে দিয়ে পৃথিবীর বুকে এঁকে দিতে পারে ধর্ষনের ক্ষত চিহ্ন।
ওরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পৃথিবীকে উত্তাল করে তুলতে পারে।
তারপর আমার মায়ের স্তন কেটে ছড়িয়ে দিতে পারে কলকাতার রাজপথে।
কারণ ওরা রাজনীতি করে।
অবশেষে দগ্ধ পৃথিবীর বুকে ভদ্র পোশাকে হাঁটতে হাঁটতে মুচকি হেসে বলবে ‘জনগণ এতোই ভালো যে তারা আমকে এখনো জুতো পেটা করে নি’।

যাই হোক এই সব ফালতু মিথ্যে গুজবে কান দেবেন না।
আজকের সবচেয়ে বড়ো আকর্ষণীয় এবং শেষ খবর…
আজই নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন বিগ বি এবং ওনার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *