নিষ্ফল ক্যানভাস —— শিখা গুহ রায়
নিষ্ফল ক্যানভাস
শিখা গুহ রায়
খুব দূর থেকে দাঁড়িয়ে
দেখছিলাম ঝলমলে সোনালি রোদ্দুর
সাদা মেঘের ভেলায়
ভেসে চলছে কিছু গাঙচিল ক্লান্তিহীন দেহে।
ডানা মেলে ভাসছে তো ভাসছে
অজানা গন্তব্যে
দূর দিগন্তে সীমানা ছাড়িয়ে।
হঠাৎ ঝড় ওঠে,
নেমে আসে ধূসর মেঘ,তীব্র হুঙ্কারে।
ঘিরে ফেলে গোটা উজ্জ্বল নক্ষত্র মহল,
হারিয়ে যায় সূর্য,
লুকোচুরি খেলায় মাতে ক্ষণে ক্ষণে।
নীল নভে জ্বলে ওঠে পূরো আকাশ
রূপালি চাঁদের সাথী হয়ে।
মনে হয় মরা জোনাকি উড়ে চলেছে
হৃদয়হীনা নীলাঞ্জনার বুকে।
কে শুনবে তার আর্তনাদ?
যে পাখি ডানা ভেঙে পড়ে আছে মাটিতে।
যেখানে রাতের আকাশ ঝিমিয়ে আছে
অন্ধকার কালো মেঘে।
কম্পিত হৃদয়ে জেগে ওঠে
নির্ঘুম চোখে আঁধার ঘরে একা বসে,
শুধুই পরাবাস্তব,
স্বপ্ন আঁকে নিষ্ফল ক্যানভাসে ।