ভ্যালেন্টাইন্স ডে / বানী চন্দ দেব
ভ্যালেন্টাইন্স ডে / বানী চন্দ দেব
————————————————-
(ধারাবাহিক রচনা)
(২য় পর্ব)
—————————————-
প্রাচীন রোমে ২৪ই ফেব্রুয়ারি দিনটি রোমান দেব দেবীর রানী জুনোর সম্মানে ছুটির দিন হিসেবে পালন করা হতো। জুনোকে প্রেমের দেবী বলে মনে করা হতো। অনেকের ধারণা ১৪ই ফেব্রুয়ারিকে এ কারণেই ‘ ভালোবাসা দিবস ‘ বলা হয়।
কারুর মতে প্রাচীন রোমান সম্রাট ক্লডিয়াস অদ্ভুত এক আইন জারি করেন। তিনি দেশে বিবাহ প্রথাটাই নিষিদ্ধ বলে ঘোষণা করে দেন। তার মনে হয় যুবারা বিয়ে করলে যুদ্ধ করবে কে?
অতএব যুবাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তারা বিয়ে করতে পারবে না। এই অন্যায় প্রস্তাবের প্রতিবাদ করেন একজন যুবক, নাম ভ্যালেনটাইন। ক্লডিয়াস এই অমিত তেজস্বী যুবকের প্রতিবাদে ক্রুদ্ধ হয়ে তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করেন। ১৪ই ফেব্রুয়ারী ভোরবেলা তার মাথা কেটে ফেলা হয়। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের এই আত্মত্যাগের কথা মনে রেখে দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়।
অবশ্য এ নিয়ে ও মতভেদ আছে।
( ক্রমশ)