“ছেঁড়া অভিমান” প্রণতি ঘোষ

“ছেঁড়া অভিমান”

প্রণতি ঘোষ
—————-
সব অভিমানগুলো ভাসিয়ে দিয়েছি নদীটার জলে,
দুহাত ভরে নদীটা নিয়েছে আমার আজন্মের ক্ষোভ।

রিক্ততার যে একটা মন ছিল অনেকদিনের!
সেই মনে এখন দারুচিনি দ্বীপের গন্ধ..
ভীষণ শান্ততার ঢেউ এখন তীর ছুঁয়ে যায় কত অনায়াসে!
অহেতুক ওঠাপড়া থেমে গেছে সন্ধিকালে।

জীবনের না বলা উৎসব বড় মায়াময় মনে হয় আজকাল,
জলভেজা বর্ষার প্রবাস অন্যমন করে আচম্বিতে..
খুঁজে নিতে চায় হারানো প্রতিটা ক্ষণ দিবস।

ভাসমান স্রোতের দ্যুতির পাতায় হৃদয়পুরের কথারা..
ভালোবাসার কবিতা লেখে অগুনতি হিসেবহীন।
ছেঁড়া অভিমান পানকৌড়ির ডুবসাঁতারে
শান্ততায় ডুব দেয় অমলিন জলঝাপটার প্রতিটা ফোঁটায়..
অপ্রাপ্তির কাঁটাগুলো গোলাপ হ’য়ে ফোটে অনায়াস..
কাঁটার ক্ষত দগদগে হয় না যন্ত্রণার তুলাদন্ডে..
—————//———————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *