অতৃপ্তি —– দুলাল কাটারী

অতৃপ্তি
দুলাল কাটারী

দ্যাখো ………..,
আমি বা তুমি, কেউই দু’জন দু’জনকে শরীর, মন, ভাবনা অথবা দৃষ্টির ( অন্তঃদৃষ্টি বা বহিঃদৃষ্টি) মধ্যে ১০০% মিলিয়ে উঠতে পারছি না।
এবং পূর্ণ তৃপ্তিও পাচ্ছি না শরীর বা মনে, সঙ্গম কালে।
এর কারণ গুলো দু’দিক থেকেই আসতে পারে।
আমার দিক্ টা আগে বলে রাখি;
তুমি যাকে দিনরাত্রি মাগী বলে গালি দাও;
আমার তার প্রতি দুর্বলতার জন্য,
মনে হচ্ছে সেই দুর্বলতা দিনে দিনে আরও প্রবল হচ্ছে বিভিন্ন কারনে।
আর তোমার দিক্ টা বলতে গেলে বলতে হয়,
তুমি এখনো তোমার আগের bf কে হয়তো মন থেকে সম্পূর্ণ মুছে ফেলতে পারোনি।
অথবা একটা বাসা বানাতে ঠিক কতগুলো খড়কুটো লাগে সেটা তুমি বা আমি দুজনেই বুঝে উঠতে পারছি না এই মূহুর্তে।
এসব কথার প্রসঙ্গ তুললেই তুমি হয়তো অবুঝ এবং ন্যাকা আর্টফিল্ম অ্যাক্ট্রেসের মতো ডির্ভোস চেয়ে বসবে।
ঠিক যেমন অশিক্ষিত এবং রাজনৈতিক চেতনাহীন জনসাধারণ দেশের অকেজো সুপ্রিম সিস্টেম না বদলে,
রাজনৈতিক দলের ক্ষমতা হস্তান্তরকেই দেশের এবং রাজ্যের উন্নতির পথ হিসেবে বেছে নেওয়ার কথা ভাবে।
অথবা গলা পর্যন্ত কুসংস্কার আচ্ছন্ন মানুষটি যেভাবে সমাজ সংস্কারক হয়ে ওঠার কথা ভাবে।

কিন্তু ডির্ভোসের পরেও কী এই অতৃপ্তি এবং তৃতীয় ব্যাক্তির প্রতি আকর্ষন কমবে?
আর তুমি বা আমি কী ১০০% তৃপ্তি পাবো শরীর ও মন জুড়ে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *