ভ্যালেন্টাইন্স ডে — বানী চন্দ দেব
ভ্যালেন্টাইন্স ডে / বানী চন্দ দেব
—————————————————
( ধারাবাহিক রচনা)
(১ম পর্ব)
বাগানে মালী জংলা গাছ সাফ করছিলো। ছোট্ট ঋভু আব্দার করলে –
– মালীকাকু ঐ লাল গোলাপটা আমায় তুলে দাও না।
মালী কাকু জিজ্ঞেস করে –
– কি করবা গোলাপ দিয়া?
ঠাম্মিকে দেবো।
আমি বললাম –
– আজ বুঝি ঠাম্মির জন্ম দিন?
– তুমি কিচ্ছু জানোনা। আজ ভ্যালেন্টাইন্স ডে। মানুষ যাকে ভালোবাসে তাকে লাল গোলাপ দেয়।
– ও তাই বুঝি? তুমি ঠাম্মিকে খুব ভালোবাসো?
– বাসি তো।
ছোট্ট ঋভু ই শুধু নয় সারা পৃথিবী জানে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসার দিন। বিশ্ব জুড়ে এই দিনটিকে কেন্দ্র করে নানা উৎসবের আয়োজন হয় একে অন্যকে ভালোবাসা জানানোর জন্য। পার্কে, শপিং মলে, বিভিন্ন বিনোদন কেন্দ্রে বহু অর্থ ব্যয় হয় এর জন্য। যার পিছনে একটি বিরাট ব্যবসায়িক স্বার্থ কাজ করে উপহার দেওয়া নেওয়ায় ইত্যাদিতে, সেকথায় পরে আসছি। তার আগে জেনে নেব কিভাবে উৎপত্তি হলো এই উৎসবের। এর সঠিক কারন নির্দিষ্ট করে বলা যায়না। তবে এর পিছনে কারণ হিসেবে বেশ কয়েকটি তথ্য উঠে আসে। যা অনুসন্ধান করতে গিয়ে আমাদের ইতিহাসের পাতায় অনেকটা পিছনে হাঁটতে হবে।
( ক্রমশ)