*❤ জন্মান্তর ❤* ……/ জয়া ঘোষ
*❤ জন্মান্তর ❤*
……/ জয়া ঘোষ
কোনো এক জনমে, তুমি আমার হবে….
বন্ধু নয়, প্রেমিক ও নয়, কোনো বন্ধনেই নয়….!
তোমাকে চেয়ে নেব, তারও কিছু বেশি করে!
এটুকু ভাবতে ভাবতেই তালপাতার গায়ে এঁকেছি
কিছু নিঃশব্দ ছবি।
সে জনমে রোজ সকাল হলেই, আমি সূর্য থেকে রোদ মেপে এনে তোমায় রোদ্দুরস্নান করাবো।
দুপুরে কোকিলকে ডেকে এনে, তোমায় দেব বসন্ত বাতাস..
গোধূলির বুক থেকে সব আলোটুকু চেয়ে… তোমার ঘর সাজাবো সুখসাদা রজনীগন্ধায়!
দুচোখে প্রদীপ জ্বেলে ভেতরঘরে মগ্নতা ছড়িয়ে দেব শুভ সন্ধ্যায়..
শর্তহীন প্রগাঢ় রাতে মালকোষে সুর ছড়িয়ে দেব..।
বেহাগের সুরে দেব নিবীড় মমতাঘন প্রেম…।
ভাঙা খেয়ায়, ওপার থেকে নিয়ে আসবো একটি বৃন্তে একটি লাল কমল।
রাতের আকাশ থেকে অরুন্ধতীর আলো এনে তোমায় মাখাবো শ্বেত চন্দন..!
তোমার ঘুমন্ত চোখের দিকে চেয়ে চেয়ে সবটুকু নিঃস্ব হয়ে যাবো..।
একটি জীবন সবটুকু উপুড় করে দেব।
যে জনমে তুমি শুধু , আমার হবে আমার!
তারপর.. বিগত জন্মান্তরের যা কিছু সঞ্চয়..
সবটুকু মাটির পাত্রে সঁপে দিয়ে,
চেয়ে নেব আমার নির্বাণ!
সেই হবে আমার শেষ পারাপার।
যে জনমে, তুমি শুধু আমার হবে শুধুই আমার।।
……………………………………………………………@
*জয়া ঘোষ *