বাগদেবীর বন্দনায় —– তুলি মুখার্জি চক্রবর্তী
বাগদেবীর বন্দনায়
তুলি মুখার্জি চক্রবর্তী
অজ্ঞানেরে আলো দাও মা, বিদ্বেষী কে জ্ঞান
প্রেমহীন হৃদয়ে ভরো, ভালোবাসার জয়গান
স্বার্থপরের মুখোশে নয়, বন্ধু হোক শর্তহীন
পাশে থাকার অঙ্গীকার, ছাড়বে না কোনোদিন
উত্তরসূরীর সুস্থ মননে, অটুট রেখো মানবতা
সবাই থাকুক একসারিতে, ভ্রান্ত না হয় সরলতা
প্রযুক্তির সঠিক প্রয়োগ, সুশিক্ষা হোক করায়ত্ত
মূল্যবোধের পাতা ভরে, চাই মা আশিস প্রদত্ত
এসো মা পলাশ প্রিয়া, পলাশ প্রেমার্ঘ্য থালিতে
হৃদয়ের সব কথা লিখবো, দোয়াতে কলম কালিতে
কালিমা মুছিয়ে সকল, দাও স্বচ্ছতা হংসবাহিনী
যুগ যুগ ধরে লেখা থাক, বিদ্যাদানের কাহিনী
সকলের সুমতি যেন থাকে বাগদেবীর চরণে
স্মরণে থেকো মা তুমি, থেকো মা সবার মননে।।