প্রজাতন্ত্র দিবস ২০২১ তপতী মুখার্জী
প্রজাতন্ত্র দিবস ২০২১
তপতী মুখার্জী
বাহাত্তরতম প্রজাতন্ত্র দিবস চলে গেল করোনা আবহে কিছুটা অন্যভাবে।
সবাই জানেন কি যে এই ২৬ শে জানুয়ারিই ছিল স্বাধীনতা দিবস।
পন্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১৯২৯ সালে পূর্ণ স্বরাজ আনার শপথের পরই ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়।
আমরা জানি ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট স্বাধীন হয় ভারতবর্ষ।কিন্তু এই দিনটিকে ভারতীয়রা বেছে নেননি।লর্ড মাউন্টব্যাটন নিজেদের ইচ্ছেমত ১৫ই আগষ্ট দিনটি বেছে নেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দিনই জাপান মিত্র শক্তির কাছে হার মানে।তাই বৃটিশ সরকার ঐ দিনটিকেই বেছে নেয়।
কিন্তু স্বাধীনতা পেলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিলনা।বৃটিশ সরকার প্রণোদিত ১৯৩৫ সালের গভর্ণমেন্ট অফ ইন্ডিয়া আ্যক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হতো।
প্রয়োজন দেখা দেয় ভারতের নিজস্ব সংবিধানের।সেই সংবিধান রচিত ও গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর।কার্যকর হওয়ার আগে ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন।১৯৫০সালের ২৬ শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়।
এবারে মহামারীর জন্য অনেক কিছুই কাটছাঁট হয়েছে।
বৃটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনের ভারত সফর বাতিল হয়েছে।
কুচকাওয়াজের দৈর্ঘপথ ছোটো করা হয়েছে।
দর্শক সংখ্যা অনেকটাই কম।শিশু এবং প্রবীণদের অনুমতি মেলেনি।
তবে রাফাল বিমানের আকাশে ওড়া এবং মহিলা বাহিনীর কমান্ডার প্রীতি চৌধুরী বিশেষ নজর কাড়ে।
উত্তর প্রদেশের রাম মন্দির ট্যাবলো এবং পশ্চিমবঙ্গের’ সবুজ সাথী’ ট্যাবলোর সঙ্গে গান আমরা যৌবনের দূত ‘বেশ আকর্ষণীয় ছিল।
আরও উল্লেখযোগ্য ছিল
ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে ফ্লাইট লেফটেন্যান্ট ভবনা পন্থ।
তবে কৃষক ট্রাকটার র্যালিকে কেন্দ্র করে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।
কলকাতার রেডরোডেও মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপস্থিতিতে পালিত হয় এই দিনটি।কলকাতার কুচকাওয়াজ নেতাজীর নামে উৎসর্গ করা হয়েছে।