//যবনিকা // চন্দনা রায় চক্রবর্তী।।
//যবনিকা //
চন্দনা রায় চক্রবর্তী।।
পুনশ্চের পরের কিছু প্রাচীন গল্পের অধিকার তোমাকে দিয়ে যেতে চাই। বিনম্র শ্রদ্ধায় সমর্পণের অমরতা লাভ করুক সে বর্ণমালা।
সন্ধ্যার অন্ধকার বয়ে নিয়ে গিয়ে, মালকোষে
রাতকলমের নৈঃশব্দটুকুই ধরে রাখতে পেরেছিলাম।
..…..বাতিজ্বলা রাত এ জন্মের শোধ নেয় নিক।
…..তবু নির্জলা চাতকের বুকের অভিমানটুকু
বোকা ডাকবাক্সের গায়ে জমা রেখেছিলাম। তারপর…..
……তারপরের গল্প অনেকটা, পানকৌড়ির পায়ের পাতায় একঝাঁক রোদের পিছলে যাওয়ার মতো!
সমুহ একটা বালির ঝড়……
গুটিকয় বিবর্ণ অন্ধকার……
ডানার আড়ালে যে রাজ্যপাট, তাকে শুনিয়ে দিল মৃত্যুর পাঞ্জা ।
…….মৃত মাছের চোখের মতো আরশিতে গুলিয়ে
ওঠে যবনিকা।