-অন্ধ বিশ্বাস -শিখা গুহ রায়
-অন্ধ বিশ্বাস
-শিখা গুহ রায়
কি দেখার কি দেখছি এসব
জ্ঞানশূন্যের ঘর
শেয়ালের শিকার
কুমীরের করাত দাঁত
ওরাই এবার বেশ ছেড়ে পথে নেমেছে।
ভজন-কীর্তন শেষে
হয়ে উঠছে বৈষ্ণব কি লীলাময় খেলা
অথচ আগুন লাগলে
দেখা যায় উলঙ্গ কঙ্কাল,
আর বাজারের থলিতে আঁষ্টে গন্ধ।
এদিকে লম্বা ফতোয়ায়
দুর্বল মাথাগুলো হারাচ্ছে সহায়
সালু কাপড়ের নেশায়।
কাঁকড়ার বিষ
জেনেও তুলে নেয় নিজ হাতে
অন্ধবিশ্বাসের লাইন
দেখলে মনে হয়
অন্য গ্রহের দেবতার উৎসব।
এতে ঘর পোড়ার গন্ধ থাকলেও
ভুলে যায় রাস উৎসব,
শিশিরভেজা সবুজ ঘাসের মুখ।