নিজের বাড়ি বানাও নারী ********** সুমনা বসু
বেশিরভাগ নারীর চোখের জল আর গোপন দীর্ঘশ্বাস কুড়িয়ে নিয়ে এই লেখা। নারীর কি সত্যিই নিজের বাড়ি আছে? যতই সাজাক সে নিজের মনের মতোন, সে বাড়ির প্রতিটি ধূলিকণা বলে সে বাড়িতে তার যে দাবী নেই।
নিজের বাড়ি বানাও নারী
**********
সুমনা বসু
*******
বাপের বাড়ি , শ্বশুর বাড়ি
বলতে লাগে ভালো
নারীর আসলে বাড়িই নেই
মন কোরোনা কালো ।
সবাই জানে এসব কথা
নতুন কথা নয়
বেকার নারী খড়ের কুটো
কেবল উড়তে হয় ।
বোকার মতো সাজায় বাড়ি
মোটেও যে তার নয়
বাবার থেকে দাদার দাবী
শ্বশুরবাড়িও কি হয় ?
স্বামীর বাড়ি নিজের বাড়ি ?
বোকার মতো কথা
তাহলে নারী বুঝতোনা আজ
বৃদ্ধাশ্রমের ব্যথা ।
বেকার নারীর বাড়ি থাকে
নিজের হৃদয় মাঝে
অভিমানী মনটা মেলে
কেবল নিজের কাছে ।
তাইতো বলি বিয়ের কথা
কেউ ভেবোনা আগে
নিজের বাড়ি বানাও নারী
বিয়ের আগেভাগে ।
পায়ের মাটি শক্ত করে
দেওয়াল তুলে গাঁথো
তৃপ্তি করে খাবে তুমি
তোমার থালার ভাতও ।