আলোক রশ্মি দূরে —— শিখা গুহ রায়
আলোক রশ্মি দূরে
শিখা গুহ রায়
বিশ্বাস রেখেছি আর দেখেছি
ঘুমের ঘরে নানা স্বপ্ন
একটা ঘুমন্ত বালকের মুখ।
ফিস-ফিস করে বলছে
উড়ে যাওয়ার কথা
অমনি ডানা মেলে চলেগেছে
দূরে বহু দূরে।
অথচ আজও থামেনি
স্বপ্ন দেখা, বয়েই চলেছে নিরবধি
মায়ার আঁচলের ঝর্ণা।
বুঝতেই পারেনি
অল্পদিনের জন্য জন্মেছিল
ঈশ্বরপ্রদত্ত মুখ।
এসেছিল মোহনীয়া বাঁশি হাতে
তারাটা এইভাবে মেঘের আড়াল হবে
কেউ ভাবেনি।
এরপর হয়তো দিন যাবে
যাবে মাস বছর,
আর পাহাড়ের বুকে
জমতে থাকে নিরেট-পাথর।
এখন প্রতিনিয়ত ঘুমের ঘরে
ডেকে যায়
জন্মের প্রথম শব্দ।
চোখ মেলে তাকাতেই
এক আলোক রশ্মি বলে ওঠে
ফিরবো না কোন দিন
অচেনা বৃক্ষে অতৃপ্ত সুখ নিতে।