সংসারের ভালো মন্দ আশা নিরাশার ছন্দে —-শিরোনাম: জ্যামিতির রেখাচিত্র— কলমে শুভা গাঙ্গুলী
সংসারের ভালো মন্দ আশা নিরাশার ছন্দে আমি এক লাইনের ১৫ টি কবিতা নিবেদন করলাম
শিরোনাম: জ্যামিতির রেখাচিত্র
কলমে শুভা গাঙ্গুলী
১)বসন্ত বায় মধুপেরা ধায়,প্রজাপতি আসে ধেয়ে,
জঙ্গল কই,গভীর গর্তে ইমারত ওঠে বেয়ে।
২) ভারসাম্যের প্রধান মলম,সহানুভূতির কথা,
পশুপাখীবন মানবজীবন একই সূত্রে গাঁথা।
৩) টুপটাপ ঝরে শিউলি বকুল কর্তব্যের শেষ,
ছেড়ে আসে বীজ প্রকৃতির নির্দেশ।
৪) অমনোযোগীতা কাজে আনে যত বাধা,
মনের গভীরে জমে থাকা ব্যাকুলতা।
৫)নিঃঝুম রাত ঘুমোয় সুস্থ যারা
রোগজ্বরদ্বর ,দেখে আকাশের তারা।
৬) ভালো ওমন্দ, সুখ ও দুঃখ সবই আপেক্ষিক
ভুক্তভুগীই জানে ঠিক কোন পথ সঠিক।
৭) দুধ ওথলায়, প্রবাদ বাক্য, সংসার ভরপুর, নারী জানে তার সুখ ঠিক কতদূর।
৮)মিলন বাসরে কহে নর, আমি প্রভু তোর, তবু নারী বাঁধে হস্তে তাহার শুভমঙ্গল ডোর।
৯)বিশ্বাসে তারই হাত ধরো প্রিয়া , আশ্বাস কম যার,নিয়ম এ বিধাতার।
১০) সারাদিন কত মানুষের আনাগোনা, পথ জানে আছে কতশত যন্ত্রণা।
১১) দরদাম করে ভালোবাসো যদি
হয়তো জিততে পারো,
তবু যেন বিশ্বাস করে হারলেও সেটা ভালো।
১২)শিশু ভাবে মনে বড হবো কবে,
কিনবো খেলনা কতো
বডো হলে দেখে ছেলেবেলা ছিলো
নির্ভরতার মতো।
১৩) গ্লোবাল ওয়ারমিং হিমবাহ গলে জলে ভাসে চারিধার, শ্লেজগাডী চেপে স্যান্টা আসে না আর।
১৪)মাতৃজঠরে শিহরিত শিশু টুকরো টুকরো দেহ,
কন্যা চাহেনা কেহ।
১৫) রাজনীতিবীদ ভাষণে যে কত বড বড কথা কয়
সামান্য এক ফিরিওলা দেয় সারাজীবনের সঞ্চয়।।