মায়ামৃগ …………মিঠুন চক্রবর্তী

মায়ামৃগ
…………মিঠুন চক্রবর্তী

টুপটাপ।রিমঝিম। টুপটাপ।রিমঝিম।
নাছোড়বান্দা বৃষ্টি সেদিন, নীল কার্পেটে।

আর জানালায় ‘গন্ধ চাই… গন্ধ চাই……
খেয়াঘাট ছেড়ে যাওয়া নৌকার গন্ধ’
ফেরিওয়ালার সম্মোহিত নিদারুণ ডাক,
অমনি তুমি বেহিসাবি দাম দিয়ে কিনলে
ঘর ভর্তি মায়াআলো, মিষ্টি বিষাদ

কতখানি আনমনা হলে পরে আঁকলে নদী
ছেলের হোমওয়ার্ক খাতায় ! এল স্রোত,
পাল তুলে ছুটে গেল তোমারই প্রিয় ডাকনাম।
বান এলে মাছেরা ঝাঁপ দেয় উৎসমুখে যেভাবে,
আয়না ভেঙে ছিটকে যায় মধ্যত্রিশের বলিরেখা।

অষ্টাদশী জ্যোৎস্নার তীক্ষ্ণ ফলায় আটকে থাকা
ঘাম লাগা কবেকার ওড়না পেলে….ওড়না গায়ে
এসে দাঁড়ালে সেই যুবকের কাছে, যাকে কথা দিয়ে
রাখবো রাখবো করেও আর রাখতে পারোনি।
অথচ, যখনই তার হাত স্পষ্ট ছুঁতে গেলে, দেখলে

আশ্চর্যজনকভাবে তোমার হাত
ঝুলে আছে নামতা লেখা পেনসিলের উপরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *