একগুচ্ছ কবিতা দশে দশ নয় বশ তুলি মুখার্জি চক্রবর্তী
একগুচ্ছ কবিতা
দশে দশ নয় বশ
তুলি মুখার্জি চক্রবর্তী
১) যে ফলায় সোনার ফসল, তারই অনাহার, বৃষ্টি মাথায় শীতের রাতে সইছে অবিচার।
২) পৃথিবীর নাগরদোলায় কেউ কারো নয় পিছে, এই উপরে আবার তুমি আসবে ফিরে নীচে।
৩) আসন পাকা করতে তুমি জোড় করো যেই হাতে, পেয়ে গেলেই সব শূন্য ঝুলে থাকে তাতে।
৪) মিথ্যে প্রতিশ্রুতির বুলি আউরে কি আর হবে, খুলবে মুখোশ ঠিক সময়ে, পার কি করে পাবে??
৫) সময় রাজা আমরা ফকির এই জানলাম সার, যোগ বিয়োগের অংক খেলায় তোমার আমার হার।
৬) শূন্য দেওয়াল, শূন্য ঘর, শূন্য আজকে শোক, পাঠিয়ে দিলাম সব যাতনা, সবই তোমার হোক।
৭) মৃত্যু লোটে মারিজুয়ানা, মরলে সবার এক ঠিকানা।
৮) অপেক্ষায় প্রহর গোনা কত আয়োজন, কাটামোই থাকে পড়ে বাকি নিরঞ্জন।
৯)হয় না কিছুই পাওয়া, আমি আমার করে যাওয়া, চলে খালি ওঠা পড়া, আওয়াজ তোলে থালা বাটি ঘড়া।
১০) জীবনের দাঁড়িপাল্লায় বাটখারা না লাগে, কর্মের ফল ঠিক সময়ে জুটবে তোমার ভাগে।