*ভুলে গেলে?* কলমে:- মনিমালা রুদ্র ভট্টাচার্য্য

*ভুলে গেলে?*
কলমে:- মনিমালা রুদ্র ভট্টাচার্য্য

কোন এক বর্ষার গোধূলিতে তুমি পাঠ করেছিলেন স্বরচিত একগুচ্ছ কবিতা।
চারিদিকে আর কেউ ছিলনা।
তোমার সামনে আমি একা—– একনিষ্ঠ শ্রোতা।

ঝমঝমিয়ে বৃষ্টি এলো হঠাৎ; ভিজে ভিজেই আমরা দুজন একই রকম–‐—-
তবুও আমি মুগ্ধ শ্রোতার মত নিষ্পলক দৃষ্টিতে শুধু তোমার পানে চোখ।
অকস্মাৎ থামলে নিজেই, বললে— শুধু শুনলে হবে?
দেখি তোমার পাঠের ঝোঁক।

আমার একটি দাবি ছিল; কিন্তু ওই মুহূর্তে ভাষা ছিল না উত্থাপনের মত।
নতশিরে বৃষ্টিভেজা মাঠে,
বৃষ্টিস্নাত গোধূলি অন্তে ছিল—
নীরবতায় অবিরত।
আমার চিবুক স্পর্শ করে তুমি; বললে আমায় তাকাও, আমার দিকে তাকাও!

অপলক চারটি চক্ষু স্তব্ধ হয়ে এক নিমেষে হারিয়ে গেল কোথায়।
বৃষ্টি, গোধূলি, ধানের ক্ষেত সাক্ষী ছিল তুমি আমাকে কথা দিয়েছো।
একটি কবিতা পাঠ করব দুজন কিছুটা তুমি আর কিছুটা আমি।

বৃষ্টি, গোধূলি, ধানের ক্ষেত ওরা কেউ ভোলেনি; তবে কেন ভুলে গেলে তুমি?
————————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *