গদ্য কবিতা -ভাঙা গড়ার খেলা কলমে -শিখা গুহ রায়
গদ্য কবিতা -ভাঙা গড়ার খেলা
কলমে -শিখা গুহ রায়
তারিখ -১/১/২০২১
আর কত ভাঙবে?
আর কত ভাঙতে চাও?
ভাঙা গড়া খেলায় আজ আমি ক্লান্ত।
এখনো চর জাগে,
মনের অজান্তেই হঠাৎ
বসন্ত সেই কবে চলে গেছে
এখন আর ভাবিনা।
নির্জনতাকে আর ভয় করিনা
উঠুক না জেগে সেই নীরবতা
বুক কাঁপিয়ে ঠোঁট কাঁপিয়ে।
একাকিত্ব কাটিয়েছি বহুবছর
এখন অভ্যাস হয়ে গেছে সবকিছু
জেনে গেছি জীবনের মানে।
পার ভাঙছে ভাঙুক ক্ষতি নেই
যাক না ভেঙে ফিরবোনা পিছু
চর দখলের মত হোক হানাহানি।
এখন নদীর জল নেই,
শুধুই বালুচর ধুঁধুৃঁ বালুচর।
জোনাকিরাও কী চলে যাবে?
যাক না ক্ষতি নেই !
আঁধারেই তো পড়ে থাকি,
তাসের ঘর বেঁধে।
আশায় বুক বাঁধি
তবুও যদি একবার আসে ফিরে
একঝাঁক পায়রা বুকে নিয়ে
উড়ে যাব সেই সৈকতে।
যেখানে এঁকে ছিলাম
মখোমুখি বসে থাকা দুটি পাখির ছবি
আর বৃত্ত মাঝে তোমার নামটি।