আগুন প্রিয়া -পার্থ সারথী সেন
আগুন প্রিয়া
-পার্থ সারথী সেন
————————————————
সুপর্ণ,তুই তাকাস না আর
কারোর দিকে অমন করে,
তোকে ভেবেই চান করেছি
শরীর জাগা প্রথম ভোরে!
(আমার)হলদে রঙের গ্রিলের ধারে
সবজে রঙের মানিপ্ল্যান্ট,
(তোর)পয়সাবিহীন ডেনিম রঙের
হাঁটু ছেঁড়া কটন প্যান্ট!
তোকে ভেবেই বইয়ের ভিতর
আঁকিবুঁকি রঙিন খাম,
তোকে ভেবেই জিভে কামড়
ঠোঁটের ওপর চিকন ঘাম!
বাস না ভালো আরও আমায়
একটু বেশি আদর করে,
উড়ুক না হয় রঙধনুটা
ফিনফিনে এই ওড়না জুড়ে!
প্রেম রেখেছি গালের পাশের
ঘামে ভেজা রেশমি চুলে,
দেখলি নাহয় কমন রুমে
একটুখানি মনের ভুলে?
(তোর)নাম লিখেছি ভুল করে ইশ
প্লেটোর নোটে ম্যামের ক্লাসে,
পড়লি নাহয় আমার চিঠি
জানলা সিটে ফিরতি বাসে?
ক্লাসের যতো সুন্দরীরা
একনামেতে তোকেই চেনে,
তোকেই দেখে কাজল পরে
আয়না হাতে দুচোখ টেনে।
নিজেও টানি স্বপ্ন-কাজল
সোহাগ ভরে চোখের কোলে,
পিছোস না তুই হাজার বাধায়
নামটা আমার নাজমা বলে!
তোর নামেতেই ভ্যালেনটাইন
ভিড় লাইনে গোলাপ কিনি,
তোকে ভেবেই রাতবিছানায়
দাঁতের মাঝে চাদর টানি!
প্রতিমাসেই আমার যখন
নিয়ম মাফিক এক অ-সুখ,
এলোচুলে তোকেই ভাবি
গা-জ্বালানি ক্যাবলা মুখ!
আমার মনের সব দিয়েছি
তোকেই শুধু উজাড় করে,
থাকিস ধরে এ হাত আমার
প্রেমের জোরে শক্ত করে।
ছাড়িস না তুই দু’হাত যেন
দেশে যদি যুদ্ধ লাগে,
আদর করিস জাপটে ধরে
বুলেট বিঁধে মরার আগে।
কথা দে আজ হৃদয় ছুঁয়ে
যাবি না তুই আমায় ভুলে,
(যদি)বীভৎস এক রেপের পরে
সমাজ আমায় নষ্ট বলে!
ছাতি চিরে বলাৎকারীর
রক্তে যখন রাঙাবো চুল,
যত্নে রাখিস আমার চুলে
ভ্যালেন্টাইনের গোলাপ ফুল!
—————————————————