One liner একগুচ্ছ এক লাইনের কবিতা, শুভা গাঙ্গুলী

One liner
একগুচ্ছ এক লাইনের কবিতা,

শুভা গাঙ্গুলী

১) তাজমহলের প্রস্তরে গাঁথা শ্রমিক নির্যাতন, হিসাব রাখে কজন ।

২) পুরোণো বাড়ীর আনাচে কানাচে ফাটল কেমন,সুখী গৃহকোণ ঘুণ ধরে যেমন।

৩) ফুটপাথ শিশু পথে বসে আঁকে নূরজাহানের মুখ, ভুলে গিয়ে সব দুখ।

৪) স্পেশশিপে বসে মহাকাশচারী অসীম শূন্যতায়,আকর্ষণের বিপরীতে যায়।

৫)যিনি মাতা তিনি অতিমহীয়সী রটে,বধু হত্যার পাপও তাঁরই বটে।

৬) জীবনের পথে বন্ধু হয়তো পাবে, দাগা দিয়ে গেলে অভিজ্ঞতাও হবে।

৭) বাডী বাঁধবার ইট বালি চুন সুরকি, ঘর বাঁধতে যে ভালোবাসা মুড়িমুড়কি।

৮) অণু পরিবার, বিশাল ব্যাপক গৃহ,
বৃদ্ধাশ্রমে জননী যে
নিস্পৃহ।
৯) দোলে কিশলয়, ধরা মধুময়, গৃহবাসী সন্ত্রাসে, করোনা বিকট হাসে।
১০) খাদ্য খাদক সম্পর্কের গতি, বদলায় মূঢমতি।

১১) জ্বলে আমাজন, বিশাল সে বন, পশুপাখী অনাহারে,
মহারথীদের টেবিলে খাদ্য যে থরেথরে।
১২)তোমার আমার সময়ের বড অভাব, ভালো আছো , আছি এটাই শুধু জবাব

১৩) মৃত্যুমিছিলে চলে গেল কতপ্রাণ,দরিদ্র ধনী সবাই যে সমান।

১৪) বিশ সাল বিষ , বিষোদ্গারের পরে,
অমৃত ওঠে, পুরাণ তো তাই বলে।

১৫) আশা করি ভালো হোক,নতুন সূর্য আনুক মঙ্গলালোক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *