মিতালি — বিবেকানন্দ মণ্ডল
মিতালি
— বিবেকানন্দ মণ্ডল
ছোট্ট একটা নদী
ভীষণ প্রেমে যদি
বইত আমার মনের পাশটা দিয়ে ।
কলার খোলের ডিঙা
দাঁড়ে বসা এক ফিঙা
ভাসতো যদি নদীর স্বপ্ন নিয়ে…
প্রেম আমাদের নদী-মাত্রিক হত।
একটা মেঠো গান
ছুঁয়ে লাজুক ধান
বলতো যদি
রোদের মতো আমায় আদর করো ।
আমার স্বপ্নমাখা দিন
সরষেফুল-রঙীণ
একটু যদি মাতাল হত ধরো…
প্রেম আমাদের কৃষিপ্রধান হত।
বিঘত মাপা প্রাণ
একটু আতর-স্নান
পেত যদি
গানের নদীর প্রেমে ।
ঠিক বলছি দিব্যি কেটে
ছুঁতাম তোমায় পায়ে হেঁটে
বেফাঁস হতাম মনের জটিল জ্যামে ।
প্রেম আমাদের মাটিমাখাই হত।