কবিতা –শীত আনাচে কানাচে– কলমে–সোমা কোলে
কবিতা –শীত আনাচে কানাচে
কলমে–সোমা কোলে
শীত মানে তোমার কাছে
উষ্ণতা চুঁইয়ে পড়ে
ওদের কাছে শীতের মানে
কাঁপন ধরায় হাড়ে।
আমাদের কাছে শীত আসে
মিঠে রোদের মৌতাত
ওদের ফাঁক-ফোঁকরে শীতের কামড়
দীর্ঘ–দীর্ঘতর রাত ।
শীতে পিঠে-পুলির রসনা
কেকের আদর নরম
শীতের মানে ওরা খোঁজে
আদুল গায়ে চাদরের ওম।
আমার তো শীত আসে
নতুন ধানের নবান্ন
ওদের তো ভিক্ষার চাল
কখনও, ভাতের থালা শূন্য।
শীত তো তোমার আমার
ফায়ারপ্লেস’র আগুন ফোয়ারা
শীত ওদেরও আসে,খড়কুটোয়
আগুন পোহায় যারা।
শীত আমায় ঘিরে রাখে
রঙের মেলার আবর্ত
শীত ওদেরও শরীর বেয়ে
আরও,,আরও বেশি শীতার্ত।।