এক লাইনের কবিতা অনুপম দাশশর্মা

এক লাইনের কবিতা
অনুপম দাশশর্মা

১. এই বিধুর সময়ে ফুলের ঘ্রাণ নেওয়াও পাপ।

২. তমসার ঢেউ পেরিয়ে উঠে আসে নির্ঝর সকাল।

৩. মানুষের যাবতীয় তৃষ্ণা ধারণ করে অক্ষরের আধার।

৪. সংকোচনের রহস্য জেগে থাকে চরাচরে শীতবরাবর।

৫. শৈশব কুসুমিত যাবতীয় আবহসংগীত ছাড়াই।

৬. হালকা ভাবনার ঘটে দ্রুত বীর্যপতন, বোধের বাইরে।

৭. অন্তরীক্ষে বেজে ওঠে শূন্যতার বিজন প্রহর।

৮. শ্রদ্ধা ও ভালবাসা একই নৌকার দুটি হাল।

৯. ডায়েরির দুটি চোখ পাখিদের উড়াল আঁকে।

১০. জীবন বালির বাঁধ ছলাকলায় ক্ষয়ে যায় দিন।

১১ .ভাষা তার পাপড়ি খুললেই সৃষ্টির বিন‍্যাস।

১২. মনের বায়বীয় স্তরে ষড়ঋতু রামধনু গড়ে।

১৩. ভরসা থেকে কাছেই বাস পিছল উঠোনের।

১৪. ধুসর মনের কুঁকড়ে থাকে নিভু নিভু সম্পর্কের আঁচ।

১৫. মিথ‍্যে যা কিছু তা-তো নতমুখের দক্ষ অভিনয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *