একগুচ্ছ কবিতা জীবনের নানা রং তুলি মুখার্জি চক্রবর্তী
একগুচ্ছ কবিতা
জীবনের নানা রং
তুলি মুখার্জি চক্রবর্তী
১) প্রশ্নেরও কিছু প্রশ্ন থেকে যায়, উত্তরের অপেক্ষায়।
২)অনন্ত কাল পথ চলা এক অজানা সুখের সন্ধানে, মেলে মরিচীকাই।
৩) সময়ের অবগুন্ঠনে ঢাকা পড়ে থাকে বিগত সুখ, যা ঢাকা থাকলেই আনন্দ।
৪) পেয়েও যা হারিয়ে যায়, না পাওয়ার দুঃখ কে ছাপিয়ে যায়।
৫) ঝরা পাতায় লেখা থাকে নবীনের জন্ম প্রতিশ্রুতি।
৬) জীবনের গল্প না মেলা খতিয়ান, কখনও মূল্যহীন কখনও ভীষণ মূল্যবান।
৭) শহর। এখানে যে যার নিজের। আপন হলেও পর।
৮) কাছাকাছি হলেই মিলিয়ে যার সুবাস, সেই ভালোবাসা দূর থেকেই বেশি মজবুত।
৯)দুই পাড় ছুঁয়ে বয়ে চলা নদীর মতোই হয় কিছু সম্পর্ক, একসাথে চলেও মেলেনা কখনও।।
১০) সময় নিয়ামক, আমি, আমার করে মরি আমরা আহাম্মক।।
১১) অর্ধশতক পেরিয়েও সুখ দুঃখের মাধুকরী ঝুলি শূন্য।।
১২)উচ্ছল অতীত মৃত, রাখেনি পদছাপ।
জং ধরা সম্পর্ক নীল,উগরানো বিষে।।
১৩) খুলে রাখি সংসার বাকল। অনাবৃত মন এসে দাঁড়ায় সবটুকু নিয়ে।।
১৪) ঘুম নেমে আসা নিঝুম কালো রাতে, আলো সাজে শুরু হয় আলেয়া জীবন।।
১৫) আদিমে যা ছিল বন্য, সভ্যতা করেছে তাদের পণ্য।।