এক লাইন যাদু * লেখিকা… #শ্বেতা_ব্যানার্জী

এক লাইন যাদু *

লেখিকা… #শ্বেতা_ব্যানার্জী

১) রাত বেচে ভাত আনে মেয়ে।

২) মাথায় হাত রেখে বলি আমিতো আছি।

৩) খুদ ছড়ালে গাইবে কপোত বকম বকম।

৪) মাথা বাঁচতে ছাতার তলায় সবাই আসতে চায়।

৫)পরাজিত হো’ক জীবনের শেষহীন দুঃখ।

৭) তিথি ক্ষণ মানি নি তাই আজও অতিথি।

৮) দু’পা হেঁটে বোঝো প্রভু হবে পেটের খিদে কা’কে বলে

৯) হিংয়ের গন্ধে আমিষভোজন মাছের গন্ধ বুঝি কেমনে।

১০) আজ হাঁড়িতে জল ফুটে যায় উঠেনা ভাতের কুচকাওয়াজ।।

১১) ধ্বংসের কোনো শুশ্রূষা হয়না

১২) সূতো দিয়ে সেতু বাঁধি,।

১৩) ভুখা পেটে সংকীর্তন হয়না।

১৪) বিদে্দের তিরে বিঁধে আমরা আজ ধর্ম শহীদ।

১৫) চিন্তার ঝুলি ঝুলিয়ে রেখে বাঁচতে শেখা একটা আর্ট।

১৬) আকাশের বুকে বারুদের গন্ধ আঁচল রাখবে কোথায়!!

১৭) ক্ষত, অক্ষর দুটো কিন্তু সেই বোঝে যার রক্তক্ষরণ হয়।
১৮) ফুলের কোনো উচ্ছেদ হয়না।

১৯) পরিস্থিতিকে শিকার করে বেঁচে থাকার নাম জীবন।

২০) আমার ছন্দ, তোমার ছন্দে, খুঁজছে অন্ত্যমিল।

২১) শেষ স্বপ্নটাও পুড়ে গেলে স্মৃতির বিসর্জন হয়।

২২) এখনো রান্না বাকি,এখনো বাকি স্নান।

২৩) আমি রাতের স্বপ্ন বেচে দিয়েছি।

২৪) জো হুজুরে হ’তে হ’তে শিরদাঁড়া স্বাধীনতা হারিয়েছে।

২৫) যদি প্রেমিকা না হয়ে ভালোবাসা দিতে চাই পারবি নিতে!?

২৯,১২,২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *