অন্ধকার —- ঝুমা মজুমদার চৌধুরী

অন্ধকার

ঝুমা মজুমদার চৌধুরী

দিন ফুরোনোর ব্যথা সবটুকু চেটেপুটে
মেখে নেয় অন্ধকার l
তারপর তৃপ্ত অজগরের মতো
ঝিম মেরে শুয়ে থাকে l
কীট পতঙ্গ আবডাল পেয়েও
সঙ্গমে লিপ্ত হয় না l
বরং পাহারা দেয় অজগর কে l

বহুদিন হলো গর্ভিনী রাতের
প্রসব যন্ত্রণা ওঠেনি
বহুদিন হলো শ্বেতপদ্ম
ফুটতে দেখেনি পৃথিবী l

যদি আবার কখনও দেখা হয়,
ফুল ফোটার যন্ত্রণার গল্প
শোনাবো তোমাকে শাশ্বত !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *