উড়কি খইয়ের মুড়কি —– শিপ্রা দে
উড়কি খইয়ের মুড়কি
শিপ্রা দে
উড়কি খইয়ের মুড়কি খাবো
গুড় আছে কি ঘরে
পৌষ-পার্বণে পিঠে-পুলি
খাবো পেট’টা ভরে।
খেজুর গাছের রসের হাঁড়ি
পাড়বো ভোরে উঠে
শীত কাঁপুনি দিয়ে আসবে
পাড়ার ছেলে ছুটে।
আগুন জ্বেলে বোসবো সবাই
রসের হাঁড়ি নিয়ে
গিন্নি আমার কাঁপতে কাঁপতে
গ্লাস যাবে যে দিয়ে।
নতুন চালের পায়েস খাবো
নতুন খেজুর গুড়ে
মেঘ কুয়াশা সারাদিনের
নীল দিগন্ত জুড়ে।
মনে মনে বলে গিন্নি
শখের বলিহারি
শীতের দিনে নকশীকাঁথা
কেমন করে ছাড়ি!